![]() |
মৌসুমি ফল |
রাঙ্গামাটিতে এখন আম,কাঠাল,লিচু সহ সুস্বাদু সব মৌসুমি ফলের সমাহার।এবারও মৌসুমি ফলের ফলন অনেক ভালো হয়েছে। স্থানীয় চাহিদা মিঠিয়ে প্রতিদিন শহরের মমতা ঘাট,পৌরসভা, ট্রাক টারমিনাল,কলেজ গেট,হিজাব বাজারে ভীড় জমায় ছোট ছোট ফল বুজাই করা ইঞ্জিন নৌকা। সেখানে ভীড় জমাচ্ছে ঢাকা ও চচট্টগ্রামের পাইকাররাও।তবে করোনার কারণে ন্যায্য মুল্য না পায়ার অভিযোগ কৃষকদের। দ্রুত একটি ফলের হিমাগার স্থাপনের দাবি তাদের। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ সড়কে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট দিতে হচ্ছে চাদা।যদিও এবার মৌসুমি ফলের ভালো ব্যবসা হবে প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। চলতি বছর জেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আনারস,আম ও কাঠালের উৎপাদন হয়েছে।
মৌসুমি ফল
বাংলা নিউজ # বিডি নিউজ,করোনা নিউজ,বাংলা নিউজ, বিডি নিউজ
bd news,bangla news
ফল কাকে বলে
বাংলার ফল
ফল গাছ
করসোল ফল
ফলের ছবি
পেহেটা ফল
পেহেটা ফলের ছবি
ফলের পিকচার
0 Comments